অস্ত্র হাতে প্রতিবাদে আদিবাসী মহিলারা

সংবাদ সফর, আসানসোল: অস্ত্র হাতে প্রতিবাদে পথে নামলেন আদিবাসি মহিলারা। আসানসোলের করণ ধাওড়া এলাকায় এক আদিবাসী নাবালিকার উপর যৌন নির্যাতনে অভিযুক্তদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা। একইসঙ্গে এ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন আদিবাসী মহিলারা। এ ব্যাপারে বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, চারজন যুবক একটি আদিবাসী মেয়েকে যৌন নির্যাতন করেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুজন অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। বাকি দুজনের সন্ধান মিলছে না। একইসঙ্গে তারা জানান, আদিবাসী সম্প্রদায়ের লোকদের এভাবে নির্যাতন করা হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। সেক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসানসোল উত্তর থানার সামনে সোচ্চার হন আদিবাসী সমাজের মহিলারা। এমনকি আদিবাসী মহিলাদের নিরাপত্তার খাতিরে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন তারা বলে দাবি বিক্ষোভকারীদের। তবে এ ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের বক্তব্য, অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্তারা।