জেলা

হাই মাদ্রাসায় শিক্ষক দিবস উদযাপন

৫ই সেপ্টেম্বর, বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণের জন্মদিন। যিনি সাড়া জীবন ভারতবর্ষের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে অবিরাম পরিশ্রম করে গিয়েছিলেন। তাই প্রতিবছর এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। সেই মতো আজকের দিনটি মহা আনন্দের সাথে শিক্ষক দিবস উদযাপন করলো পুবার আঞ্চলিক হাই মাদ্রাসা। এদিন শুরুতেই ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণের প্রতিচ্ছবিতে পুষ্প দিয়ে ও বিদ্যালয়ের ছাত্রদের কাঠি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল খায়ের বিদ্যালয়ের পরিকাঠামো ও পঠন পাঠন অনেকটা উন্নতি হয়েছে বলে মনে করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা। তাই তিনি পড়ুয়াদের কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন। এদিন ছাত্র ছাত্রীদের আবদারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেক কেটে দিনটি উদযাপন করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে উনাদের হাতে উপহার তুলে দেন পড়ুয়ারা। এর পাশাপাশি বিদ্যালয়ের উদ্যোগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন ও শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ এবং প্রাক্তন শিক্ষিকা অপর্ণা আহমেদ কে সংবর্ধনা দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি বেশ দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পারসোনা খাতুন ও নবম শ্রেণীর ছাত্রী সামিমা খাতুন তাদের কে সহযোগিতা করেন শিক্ষক নজরুল হক। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কবিতা আবৃত্তি,গজল‌ ,নৃত্য ও‌ নাটক পরিবেশন দেখে মুগ্ধ হয়েছেন আগত অতিথি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্যগন এবং বিদ্যালয়ের পড়ুয়ারা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে নবনির্মিত খাদ্যকক্ষেরও উদ্ধোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button