প্রতিবাদে পথে বিশেষ ক্ষমতা সম্পন্নরা
সবুজ সফর : আরজি করের ঘটনার প্রতিবাদে প্রতিবাদে পথে নামল বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষজনেরা। শুক্রবার এই নারকীয় ঘটনার বিচার চেয়ে খান্দরা গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। খান্দরা প্রাইমারি ইনস্টিটিউশনের স্কুল গেটের সামনে থেকে শুরু হয় এই মিছিল। নাগকাজোড়া কোলিয়ারি, খান্দরা বাস স্ট্যান্ড ঘুরে ফের স্কুল গেটের সামনে ফিরে আসে মিছিলটি। এই মিছিলে প্রায় দেড়শ জনের মধ্যে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষজন অংশ নেন। সংগঠনের জেলা সভাপতি অনুপ সিনহা , সম্পাদক শান্তিরঞ্জন কাঞ্জিলাল সহ অন্যান্য পদাধিকারীরা এই মিছিলের নেতৃত্ব দেন। তাদের কথায়, আরজি করের তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনায় সোচ্চার বাংলা সহ গোটা দেশ। ব্যতিক্রম নয় বিশেষ ক্ষমতা সম্পন্নরাও। দোষীদের কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি অনুপ সিনহা।