তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে পথে কংগ্রেস
সুপ্রীম কোর্টের শুনানির আগের দিন প্রতিবাদে পথে নামল কংগ্রেস। বলাই বাহুল্য, রাত পোহালেই আরজি করের নৃশংস ঘটনার এক মাস পুর্ন হবে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার মূল দোষীদের চিহ্নিত করা যায়নি। এসবের প্রতিবাদে রবিবার দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভীড়িঙ্গী মোড় পর্যন্ত কালো পোশাক পরে প্রতিবাদ মিছিলে নামল জেলা কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল। এই মিছিলে বর্ষীয়ান কংগ্রেস নেতা সুদেব রায় সহ নেতৃবৃ¨ অংশগ্রহণ করেন। রবিবার সকাল থেকে চলে এই প্রতিবাদ মিছিল। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন ,ঘটনার মাস কাবার হয়ে গেলেও এখনও তিলোত্তমা বিচার পায়নি।অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। বলে দাবি করেন তিনি।