রাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খন্ড সীমান্ত সিল!

সংবাদ সফর, আসানসোল: ডুবুরডি সীমান্ত চেকপোস্ট সিল করল পুলিশ। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমেই বাংলা ঝাড়খন্ড সীমান্ত সিল করে দেওয়া হয়েছে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের তরফে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সীমান্ত পোস্টে ছুটে আসেন পার্শ্ববর্তী রাজ্যের ধানবাদের নিরসা ব্লকে আধিকারিক ইন্দ্র কুমার, মাইথন থানা আধিকারিক সহ পার্শ্ববর্তী রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। একতরফাভাবে ঝাড়খন্ড থেকে কলকাতাগামী গাড়ি গুলিকে আটকানো নিয়ে কার্যত উস্মা প্রকাশ করেন ধানবাদের ওই ব্লক আধিকারিক। পাশাপাশি সীমান্ত সংশ্লিষ্ট পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে, এসবই ডিভিসির জল ছাড়া নিয়ে ঝাড়খন্ড রাজ্যের সঙ্গে পরোক্ষ বিবাদের পরিণতি বলে কটাক্ষ করছেন বিরোধীরা। বলাই বাহুল্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ১৯ নং জাতীয় সড়ক ডুবুরডিহি নাকা চেকপোস্টে ঝাড়খণ্ড থেকে বাংলায় আগত সমস্ত পণ্যবাহী বাহন ঘুরিয়ে দেয় কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। ফলে এ ধরনের সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়ে যান গাড়িচালক সহ অন্যান্যরা। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর তরফে হঠাৎই এ ধরনের নির্দেশ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button