রাজ্য
জেল হেফাজতে ট্রাক ছিনতাইয়ে অভিযুক্তরা
সবুজ সফর : গাড়ি ছিনতাইয়ের ঘটনায় তিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। উল্লেখ্য, আসানসোল উত্তর থানা এলাকায় ট্রাক হাইজ্যাক-এর ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। সাংবাদিক বৈঠকে ডিসিপি সেন্ট্রাল জানান, কল্যানেশ্বরী এলাকা থেকে একটা ট্রাক মাল খালি করার সময় জুবিলী মোড়ের কাছে আসার পথে গাড়ির চালককে মারধর করে অভিযুক্তরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। অবশেষে পুলিশ তদন্তে নেমে ভানোড়া এলাকা থেকে গাড়ি সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাদের আসানসোল আদালতে তোলা হবে বলে জানান তিনি। জানা গিয়েছে, ধৃতরা সকলেই পুরুলিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।