ডিভিসির বিরুদ্ধে মোদিকে অভিযোগ মমতা
বিশেষ প্রতিবেদন: ডিভিসির বিরুদ্ধে সরব হলেন মমতা। উল্লেখ্য, ডিভিসির জলে প্লাবিত দক্ষিন বঙ্গের একাধিক জেলা। অনৈতিকভাবে এই জল ছাড়া হয়েছে বলে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। গত দু’দিন প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন ডিভিসির বিরুদ্ধে। শুক্রবার ‘ম্যান মেড বন্যা’ পরিস্থিতি নিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।বাংলায় বন্যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি বাংলায় জল ছাড়ার পর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা। এদিন প্রধান মন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ডিভিসি অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চেত থেকে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অতীতে এভাবে কোনওদিন ডিভিসি এত জল ছাড়েনি। নিম্ন দামোদর অববাহিকায় ২০০৯ সালের পর এটাই ভয়ংকরতম বন্যা। প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায়। ৫০ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছে বলে মত তার। সে ক্ষেত্রে ডিভিসি যেভাবে এই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, পুরো বিষয়টিকে উপেক্ষা করছে- তাতে বাংলাকে বহুদিন ধরে ভুগতে হচ্ছে। এই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এই বন্যার পরিস্থিতি এড়ানো যেত বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে ডিভিসির বিরুদ্ধে একতরফা মনোভাবের অভিযোগ তুলে হুঁশিয়ারি দেন, এরকম পরিস্থিতিতে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন তিনি। বছরের পর পর রাজ্যের মানুষ যদি এভাবে ‘ম্যান মেড’ বন্যার কবলে পড়েন তাহলে এই অন্যায় তিনি মানবেন না। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যও চেয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের বক্তব্য, রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি।