ডিভিসিকে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র, তোপ মমতার
সংবাদ সফর, দুর্গাপুর: ডিভিসি-কে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে কেন্দ্র। পাশাপাশি রাজ্যের মানুষজনকে জলে ডোবাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সোমবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে বড়জোড়া সহ দামোদর লাগোয়া সীতারামপুরের যুব আবাসে পৌঁছান তিনি। এলাকা সফরকালে ব্যারেজের জল পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত দামোদর ঘাসা সীতারামপুর গ্রামের ত্রাণ সামগ্রী বিতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে ডিভিসির পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী । বলাই বাহুল্য, দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে দামোদর নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে রাজ্যের প্রায় ৯টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জলমগ্ন হয়ে পড়ে। সীতারামপুর, মানা সহ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম সপ্তাহখানেক আগে ডুবে গিয়েছিল। এদিন, বন্যা কবলিত বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী, ত্রিপল তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সড়কপথে পৌঁছান দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর গ্রামে। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাঁকুড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা মজুত করা হয়। বন্যা কবলিত এলাকার প্রচুরû মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দুপুর থেকে দাঁড়িয়ে ছিলেন রাস্তার পাশে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, মঙ্গলবার বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগে দুর্গাপুরে রাত্রিযাপন করবেন তিনি।