জেলা

কেষ্ট-কাজল দ্বন্দ্ব মিডিয়ার তত্ত্ব! মত সভাধিপতির

সংবাদ সফর, বীরভূম: কেষ্ট-কাজল কোনও দ্বন্দ্ব নেই। এমনই দাবি করেছেন বীরভূমের সভাধিপতি কাজল শেখ। এসবই না কি মিডিয়ার সাজানো তত্ত্ব, দাবি তার। বৃহস্পতিবার দুবরাজপুরের একটি অনুষ্ঠানে তৃণমল কোর কমিটির সদস্য তথা সভাধিপতির আরও সংযোজন, অনুব্রত ওরফে কেষ্ট মন্ডল তাদের রাজনৈতিক অভিভাবক। তার নির্দেশ মতোই দল চলবে জেলায়- এই কথাও বলেন কাজল শেখ। এদিন, দুবরাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কাজলবাবু কেষ্ট ওরফে অনুব্রত মন্ডলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি মিডিয়ার তৈরি বলে মন্তব্য করেন। একইসঙ্গে বাড়িতে ফিরলেও তার অনুব্রত মন্ডলের সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে সময়াভাবের যুক্তি তুলে ধরেন বীরভূমের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button