শিল্পাঞ্চল

জোর করে জমি নিচ্ছে প্রশাসন! অভিযোগে উত্তেজনা চরমে

সংবাদ সফর, আসানসোল: জমিতে হাই টেনশন বিদ্যুতের খুটি লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শহরে। বলপূর্বক জমি নিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভ কারীদের । আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শহরে। শনিবার আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপির অন্তর্গত ধেমোমেনের সাতাশা মোড় সংলগ্ন এলাকায় একটি জমির প্রাচীর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বলে খবর মেলে। জানানো হয়, সরকার এই জমি অধিগ্রহণ করবে। জেলা প্রশাসনের প্রতিনিধি থেকে শুরু করে পুলিশের কর্তা ব্যক্তিরাও সেখানে হাজির ছিলেন। কিন্তু বেঁকে বসেন জমিদাতারা। জমি দিতে তারা রাজি নয় বলে জানিয়ে দেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই জমিটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে কিনেছে । সেই জায়গায় নিজেদের স্বনির্ভরতার লক্ষ্যে ভবিষ্যতে পরিকল্পনা করছিলেন তারা। কিন্তু বিদ্যুতের খুঁটি বসানোর নামে নামমাত্র মূল্যে নিয়ে জমি নিচ্ছে সরকার বলে অভিযোগ বিক্ষোভ কারীদের। ফলে উত্তেজিত জনতা জমি দখলে বাধা দেন। আর তাতেই উত্তেজনা বাড়ে। প্রতিবাদে স্থানীয় মানুষজন পথ অবরোধের চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে কার্যত খন্ডযুদ্ধ বেঁধে যায়। বুলডোজার মেশিনের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মহিলারা । শেষমেশ বিক্ষোভের কারণে পিছু হঠেন প্রশাসনিক কর্তারা। বুলডোজার নিয়ে ফিরে যান তারা। যদিও এই বিষয় নিয়ে প্রশাসনিক কর্তারা সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button