পুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি বৈঠক প্রশাসনের
সংবাদ সফর, দুর্গাপুর: এবারও পুজো কার্নিভাল নিয়ে প্রশাসনিক তোড়জোড় চরমে। শনিবার এই উপলক্ষে পুর নিগমের কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র, দূর্গাপুর পুর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সহ সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা। এই বৈঠকে আগামী ১৪ অক্টোবর দুর্গাপুর সহ আসানসোলে কার্নিভালের কথা ঘোষণা করা হয়। দশমীর পরে বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শিল্পাঞ্চলে। শহরের রাজীব গান্ধী ময়দান থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ে শেষ হবে। আসানসোলেও এই কার্নিভাল নিয়ে বৈঠকে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে কোন কোন পূজা কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে তা নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি বৈঠকে