রাজ্য

সাড়া মেলেনি সরকারের, চতুর্থীতেও অনশনে চিকিৎসকরা

সংবাদ সফর, কলকাতা: ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা । হাসপাতালে সুরক্ষা ও অভয়ার বিচার সহ একাধিক দাবিতে রাজ্যকে সমযসীমা বেঁধে দেন তারা। কিন্তু রাজ্যের তরফে সাড়া না মেলায় আমরণ অনশনের পথে হাঁটেন জুনিয়র চিকিৎসকরা। রবিবার তাদের সমর্থনে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন সিনিয়র চিকিৎসকরাও । দেবীপক্ষ চলছে। রবিবার চতুর্থী। দুর্গার বোধনপর্ব শুধু সময়ের অপেক্ষা মাত্র। অনশন মঞ্চে টাঙানো হয়েছে বড় ঘড়ি। প্রতিটি ঘণ্টা ফুটে উঠছে ঘড়ির দেওয়ালে। সরকার বা প্রশাসনের তরফে সহযোগিতা না মেলায় ত্রিপল বাঁধা থেকে শৌচাগার- সবটাই নিজেরাই সামাল দিচ্ছেন আন্দোলনকারীরা। বৃষ্টি ও হাওয়ার দাপটে খুলে গিয়েছিল ধরনা মঞ্চের ত্রিপলের একটা অংশ। তড়িঘড়ি সেই ত্রিপল বাঁধেন চিকিৎসকরাই। এদিকে, পুলিশের কাছে বায়ো টয়লেট তৈরির অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু লালবাজারের তরফে সাড়া মেলেনি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। তাই বাধ্য হয়েই নিজেরাই বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগান চিকিৎসকরা। আন্দোলনের স্বচ্ছতা প্রমাণে অনশন মঞ্চে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে এবার জুনিয়রদের অনশনের পাশে দাঁড়ালেন সিনিয়ররাও। রবিবার এমনই বিবৃতি জারি করে জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। তবে শুধু আরজি করের তিলোত্তমা বা অভয়া নয়, কুলতলির ঘটনার প্রতিবাদে সরব হলেন চিকিৎসকরা। উল্লেখ্য, নাবালিকাকে খুন,ধর্ষণের ঘটনা উত্তপ্ত কুলতলি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রবিবার ধর্মতলার অনশন মঞ্চ থেকেও এ ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, কিঞ্জল নন্দদের। সেখান থেকে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে জয়নগরেও যান তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button