তিন মাসের মধ্যেই দোষীর ফাঁসি! কুলতলির ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
সংবাদ সফর, কলকাতা: আরজি কর কাণ্ডের ঘটনায় অস্বস্তিতে সরকার। তার ওপরে কুলতলির ঘটনা গোদের ওপর বিষ ফোঁড়ার আকার নিয়েছে। আর এসবের আবহেই দেবীপক্ষে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন পুলিশ দোষীর ফাঁসি তিন মাসের মধ্যে সুনিশ্চিত করতে পারবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে তিনটি ফাঁসির অর্ডার হয়েছে। কুলতলির ঘটনাও পুলিশ পকসো করে ফাঁসির অর্ডার তিন মাসের মধ্যে নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
তার কথায়, অপরাধীর কোনও ধর্ম, বর্ণ, জাতি হয় না। যে বা যারা অপরাধ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এসবের পাশাপাশি রাজ্যে খুন ধর্ষণ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে দু-একটা ঘটনা ঘটলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত, অধিকার আছে। তবে অন্য রাজ্যে একইরকমের ঘটনা ঘটলে নীরবতার প্রসঙ্গ তুলে কার্যত ক্ষোভপ্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় ঘটনায় অগ্নিগর্ভ জয়নগর। জ্বলছে পুলিশ ফাঁড়ি! পাল্টা লাঠিচার্জ হয়েছে পুলিশের। এসব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, ইউটিউব, সিনেমা, সিরিয়ালের কারণেই অপরাধমূলক ঘটনা বাড়ছে।বাজে বাজে ভিডিও দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে। একইসঙ্গে তিনি বলেন, কারও দায়বদ্ধতা নেই! দায়িত্বশীলতাও নেই! সেক্ষেত্রে শুধু পুলিশ আর পুলিশ মন্ত্রীকে গালমন্দ করার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।