স্ত্রী খুনে যাবজ্জীবন স্বামীর
সংবাদ সফর, দুর্গাপুর: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল স্বামী। সাত বছর আগের সেই মামলায় স্বামীর যাবজ্জীবনের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। ২০১৭ সালের এই ঘটনায় দোষী বীরভূমের নানুরে বাসিন্দা হায়দার শেখ স্ত্রী রিনা বেগমকে খুন করে বেনাচিতির উত্তরপল্লীর ভাড়াবাড়ির উঠোনে পুঁতে দেন। তার ওপর টাইলসও বসিয়ে দিয়েছিলেন হায়দার। ওই বছরের ২৫ মে ঘটনাটি প্রকাশ্যে আসে। পেশায় রাজমিস্ত্রি হায়দার শেখ নিজেই বাড়ির মালিক তরুণ রায়কে সবকিছু কবুল করেন। তরুণবাবু তড়িঘড়ি বিষয়টি দুর্গাপুর থানায় জানিয়ে দেন। পরের দিন পুলিশ এসে কংক্রিট ভেঙে রিনা বেগমের দেহ উদ্ধার করে। পরে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে পুলিশ হায়দারকে গ্রেফতার করে। পুলিশি জেরায় জানা যায়, খুনের আগে ছেলেমেয়েদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয় সে। পরে তার স্ত্রী ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে প্রচারও করে হায়দার। এ ঘটনা চাপা দেওয়ার জন্য একথা রটিয়ে ছিল সে- মৃতার দেহ উদ্ধারের পর তা পরিষ্কার হয়ে যায়। সাত বছর পরে রবিবার হায়দার শেখকে দোষী সাব্যস্ত করে আদালত। তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে বলে সরকারি আইনজীবী তুষার বন্দ্যোপাধ্যায় জানান।