নিরাপত্তার গাফিলতিতেই মৃত্যু গার্ডের!
সংবাদ সফর আসানসোল: নিরাপত্তায় গাফিলতি! বেসরকারি সংস্থার এক সিকিউরিটি গার্ডের মৃত্যু ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে সালানপুরে। গতকাল গভীর রাতে সিকিউরিটি গার্ড বৈদ্যনাথ মুর্মু ( ৪৫) কারখানাস্থিত একটি বহুতলের ব্যালকনি থেকে পড়ে যান। গুরুতর আহত সামডি শিয়ালডাঙ্গার বাসিন্দা বৈদ্যনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্যরা। শেষমেষ কারখানা কর্তৃপক্ষের তরফে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। এদিকে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষের তরফে সম্প্রচারিত সিসিটিভির ফুটেজে ওই নাইট গার্ডকে মদ্যপ অবস্থায় দেখা যায়।ফলে তিনি বহুতলের ব্যালকনি থেকে পড়ে যান। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, গেটে কড়াকড়ি সত্বেও মদ্যপ অবস্থায় কিংবা মাদকদ্রব্য নিয়ে কী করে কারখানায় প্রবেশ করলেন ওই সিকিউরিটি গার্ড? সেক্ষেত্রে কারখানায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।