স্বাস্থ্য

যৌনইচ্ছা বাড়াতে সাহায্য করে মেথি!

বিশেষ প্রতিবেদন: টিভি খুললেই বিজ্ঞাপনের ছড়াছড়ি। যৌনক্ষমতা, যৌনইচ্ছা বাড়ানোর বিভিন্ন দাওয়াই দস্তুরের প্রচার চলছে পুরোদমে। পশ্চিমী দুনিয়া বা পাশ্চাত্যের দেশে এ ধরনের চিকিৎসা উপচারের কথা অনেকেই জানেন। কিন্তু শরীরের যৌনক্ষমতা বা যৌনইচ্ছা বাড়ানোর জন্যে পশ্চিমের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। এশিয়া বিশেষ করে ভারতেই এসবের সন্ধান মিলবে। রান্নাঘরে উঁকি মারলেই পেয়ে যাবেন আপনার সমস্যা সমাধনের উপচার। প্রায় প্রতিদিনের ব্যবহার্য মেথিতেই মিলবে যৌনক্ষমতা বাড়ানোর রসদ। এমনটাই জানা গিয়েছিল ব্রিসবেনের একটি গবেষণা কেন্দ্রের তরফে । তাঁদের গবেষণাতে জানা যায়, ভারতে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত মেথিতে যৌনক্ষমতা বা যৌনইচ্ছা বাড়ানোর উপাদান মজুত রয়েছে। মেথির মধ্যে সেপোনিন নামক এক ধরনের উপাদান মেলে। তা পুরুষদের টেস্টোস্টেরন হরমোনকে দারুণভাবে প্রভাবিত করে। সময়কালে এই হরমোন নিঃসরণেও সেপোনিন সহায়ক বলে দাবি করেছেন ব্রিসবেনস্থিত গবেষকরা। উল্লেখ্য, দেশের বিভিন্ন রাজ্যে তরিতরকারিতে মেথির ব্যবহার রয়েছে। রাজস্থান, গুজরাট, উত্তরাখন্ড, পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, মধ্যপ্রদেশে ব্যাপক পরিমাণে মেথির চাষ করা হয়। বিভিন্ন তরিতরকারি সহ পরামর্শমতো মেথির জল ব্যবহারে শরীরে যৌনক্ষমতা, যৌনইচ্ছা বাড়ে বলে দাবি গবেষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button