বেপরোয়া বাইকের বলি দুই বোন
সংবাদ সফর, দুর্গাপুর: বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। জানা গিয়েছে, দুর্গাপুর বাঁকুড়া মোড়ের কাছে প্রগতি পল্লী থেকে মামা বাড়ি সুভাষপল্লী যাচ্ছিল আঁচল শোনকার (১২) ও তার বোন অর্পিতা শোনকার (৭)। ৯ নং রাজ্য সড়ক পারাপারের সময় হঠাৎই বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বাইক ধাক্কা মারে তাদের। তড়িঘড়ি গুরুতর আহত দুই নাবালিকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাদের। এ ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কোক ওভেন থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। মৃতা দুই নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ সহ রাস্তায় বাম্পারের দাবিতে সোচ্চার হন তারা। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রিয়াংকি পাঁজার আশ্বাসেও কোন কাজ হয়নি। ঘন্টাখানেক অবরোধ শেষে রাস্তায় ব্যারিকেড ও ট্রাফিক পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বাইক সহ আরোহী অভিষেক মন্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে, দুই মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা।