ড্রোন ক্যামেরায় নিখোঁজ শিল্পীর সন্ধানে পুলিশ
সংবাদ সফর, দুর্গাপুর: এখনও সন্ধান মিলল না শিল্পীর। শনিবারও পুলিশ প্রশাসনের তরফে শিল্পী দেবাশীষ দত্তের সন্ধানে ড্রোন ক্যামেরা, স্পিড বোট নামানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় দুর্গাপুরে একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দেন শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রীপল্লীর বাসিন্দা তবলা বাদক দেবাশীষ দত্ত। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার সকালে গোপালমাঠ থেকে শ্রীরামপুর যাওয়ার পথে পিএসওয়াই রোডের ব্রিজ সংলগ্ন সিঙ্গারণ নদীতে ওই শিল্পীর স্কুটিটি উদ্ধার হয়। পাশে তার ব্যাগটিও দেখা যায়। উল্লেখ্য, গত দুদিন টানা বৃষ্টিপাতের ফলে অন্ডালের সিঙ্গারন নদীর জল ব্রিজের ওপরে উঠে যায়। সেখানেই এক স্কুটি চালক জলের তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা যায়। পরে স্কুটিটি উদ্ধার হলেও মালিক দেবাশীষ দত্তের কোনও খোঁজ মেলেনি। অনুমান করা হচ্ছে যে স্কুটি সহ দেবাশীষ দত্ত জলে তলিয়ে গিয়েছিলেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে ওই শিল্পীর সন্ধানে তড়িঘড়ি ময়দানে নামে অন্ডাল থানার পুলিশ। প্রায় দুদিন পরেও এখনও দেবাশীষ বাবুর কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে তার সন্ধানে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায়। ড্রোন ক্যামেরা, স্পিড বোট সহ দুটি প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সদস্যরা খোঁজ চালাচ্ছেন বলে জানান তিনি।