জেলা

সতর্ক থাকুন, চিঠিতে হুমকি কাউন্সিলরকে!

সংবাদ সফর, আসানসোল: কাউন্সিলরকে হুমকির চিঠিতে চাঞ্চল্য ছড়াল শহরে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ১৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার দুপুর নাগাদ ডাক বিভাগের তরফে স্পিড পোস্টে আসানসোল নগর নিগমের কাউন্সিলর সেলিম আক্তার আনসারির বাড়িতে একটি চিঠি আসে। মুখ বন্ধ খামটি খুলতেই দেখা যায়, একটি সাদা কাগজে ছট পুজোর পর তাকে সতর্ক থাকতে বলা হয়েছে। হাতে লেখা ওই চিঠিতে একটি লাল দাগও দিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি বিষয়টি ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র বিধান উপাধ্যায়কে জানান কাউন্সিলর। এ ব্যাপারে ইতিমধ্যেই বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে। তবে এসব নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আসানসোল ৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আখতার। দলনেত্রী মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের সঙ্গে তুলনা করে ওই কাউন্সিলর জানান, দল ও জনগণের স্বার্থে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। কোন কিছুর ভয়ে পিছু হঠার পাত্র তিনি নন। সেক্ষেত্রে হুমকিকারীদের উদ্দেশ্যে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে ওই তৃণমূল কাউন্সিলর। এ ব্যাপারে মেয়র বিধান উপাধ্যায়ের বক্তব্য, এ ধরনের সংস্কৃতি ছিল না রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সুস্থ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ জানান তিনি। একইসঙ্গে অভিযোগের পরিপ্রেক্ষিতে কুলটি থানা সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে বলে জানান মেয়র বিধান উপাধ্যায়। তবে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে মেয়রের মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের মতে, এসবই তৃণমূলের তোলাবাজি দুর্নীতির ভাগ বাঁটোয়ারার নমুনা মাত্র। এ ধরনের হুমকি, হুঁশিয়ারির চিঠি একান্তই তৃণমূলের অন্দরের ব্যাপার। একইসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের অকর্মণ্যতার অভিযোগেও সরব হয়েছেন বিজেপি সভাপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button