জেলা

আরজি কর-এর প্রভাব পড়বে না ভোটে, দাবি দেবাংশুর

সংবাদ সফর, আসানসোল: আর জি কর ইস্যুর কোন প্রভাব পড়বে না ভোটে। আসন্ন বিধানসভার উপনির্বাচনে সবকটিতেই জিতবে তৃণমূল। এমনই দাবি করলেন দলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। শনিবার বারাবনি বিধানসভার সালানপুর ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত হিন্দুস্তান কেবলস শ্রমিক মঞ্চে বিজয়া সম্মেলনীতে যোগ দেন তিনি।

এদিন, আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের কার্যকারিতার সমালোচনার পাশাপাশি এ ব্যাপারে কলকাতা পুলিশের প্রশংসা করেন ওই তৃণমূল মুখপাত্র। তার কথায়, কলকাতা পুলিশ এ ঘটনায় প্রধান অভিযুক্তকে ২৪ ঘন্টায় পাকড়াও করে। কিন্তু প্রায় দু মাস অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে নতুন কিছু মেলেনি বলে দাবি করেন তিনি। শনিবার এসব নিয়ে বিরোধীরা অরাজকতা তৈরীর চেষ্টা চালাচ্ছে বলেও সভামঞ্চে সরব হন দেবাংশু।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তৃণমূলের এই বিজয়া সম্মেলনীতে বক্তব্যে বিধায়ক বিধান উপাধ্যায় সালানপুর ব্লকে সংগঠন বাড়াতে দলের কর্মী সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সততার সঙ্গে জনস্বার্থে কাজ করার বার্তা দেন সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রতিনিধিদের । এদিন, দেন্দুয়া ও আছড়া পঞ্চায়েতের বেশ কিছু সিপিএম কর্মী সমর্থক যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দেয়াসি, সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহঃ আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button