সাংগঠনিক সভা বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির
সংবাদ সফর, বর্ধমান: বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হতে চলেছে আকুইয়ে। আগামী ২৬ অক্টোবর শনিবার বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত আকুই লজের সভাগৃহে এই অনুষ্ঠানে সমিতির রাজ্য কমিটির সভাপতি বৈদ্যনাথ কোঙার, সাধারণ সম্পাদক সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সম্পাদক রমেন শীল, কার্যকরী সভাপতি সুনীল দাস (বাঁকুড়া) , পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ শীল, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত ইসলাম, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক শেখ শফিকুল ইসলাম রাজ্য ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। রাঢ় সংবাদ পত্রিকার সম্পাদক শেখ আব্বাসউদ্দিনের উদ্যোগ ও রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সুনীল দাসের সহযোগিতায় জেলা থেকে প্রকাশিত পত্রপত্রিকার সঙ্গে যুক্ত সাংবাদিক, সংবাদকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব গৃহীত হবে এই সভায়। একইসঙ্গে এইসব পত্রপত্রিকার উৎকর্ষতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে। সেক্ষেত্রে এই সভাকে সফল করতে সমাজে সর্বস্তরের মানুষজনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন রাজ্য কমিটির সভাপতি বৈদ্যনাথ কোঙার।