কয়লার কালো কারবারের রমরমা! অভিযোগে ফের সরব বিজেপি
সংবাদ সফর, আসানসোল: কয়লার কালা কারবার বন্ধ হয়নি। বেআইনি কয়লা খাদান চলছে রমরমিয়ে। বারাবনি থানা এলাকায় এসব অভিযোগেই সোমবার ফের সরব হল বিজেপি। গতকাল অর্থাৎ রবিবার ইসিএলের গৌরান্ডি কয়লা খনিতে চুরি করতে গিয়ে ধস চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। এসবের পরিপ্রেক্ষিতে কয়লার চোরা কারবার বন্ধ সহ মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নামে বিজেপি। এদিন বারাবনি থানার সামনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের কর্মী সমর্থকেরা। এ ব্যাপারে জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় জানান, রাজ্য জুড়ে কয়লার অবৈধ কারবার চলছে রমরমিয়ে। বারাবনি থানা এলাকায় অবৈধ খাদান সহ কয়লার চোরা কারবারের বলি হচ্ছেন কিশোর-যুবরা। রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ পরিস্থিতি না থাকায় পেট চালাতে এ ধরনের বেআইনি কাজ কারবারে জড়িয়ে পড়ছেন তারা। এসব কাজ কারবারে সরাসরি শাসক সহ পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে তোপ দাগেন জেলা বিজেপি সভাপতি। একইসঙ্গে বেআইনি কয়লা কারবার বন্ধ সহ অবৈধ খাদানে মৃতদের পরিবারের ক্ষতিপূরণের দাবিতেও সুর চড়ান তিনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইসিএল কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে বলেও জানান জেলা বিজেপি সভাপতি। তবে এ ব্যাপারে বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। সোমবার এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুব মোর্চার সভাপতি বাবান মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।