‘দানা’-র তাণ্ডবের আশঙ্কায় সতর্ক সরকার
সংবাদ সফর, কলকাতা: সতর্ক সরকার। লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। বাংলা ও পার্শ্ববর্তী ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’-র বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কায় আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গেও সর্তকতা জারি করেছে সরকার। দীঘা সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও পর্যটকদের নিরাপত্তার জন্য তৎপর প্রশাসন। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের সাতটি জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাবের কথা মাথায় রেখে শিয়ালদা ডিভিশন থেকে মোট ১৬০টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফে আসানসোলের ওপর দিয়ে যাতায়াতকারী কামাক্ষা- বেঙ্গালুরু এক্সপ্রেস, পাটনা- এর্নাকুলাম এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস, পাটনা- পুরী এক্সপ্রেস, মালদা টাউন -দিঘা এক্সপ্রেস, দীঘা মালদা -টাউন এক্সপ্রেস, আসানসোল- হলদিয়া এক্সপ্রেস সহ হলদিয়া- আসানসোল এক্সপ্রেসও বাতিল করার ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে।