শিল্পাঞ্চল
নিখোঁজ শিল্পীর মৃতদেহ উদ্ধার মানায়
সংবাদ সফর, দুর্গাপুর: অবশেষে নিখোঁজ শিল্পীর সন্ধান মিলল। শনিবার দামোদরের রায় মানা এলাকায় তবলাবাদক দেবাশীষ দত্তের মৃতদেহ উদ্ধার হয়। টানা নদিন ধরে ওই শিল্পী নিখোঁজ ছিলেন। দুর্গাপুর থেকে অনুষ্ঠান করে ফেরার পথে প্রবল জলের তোড়ে তলিয়ে যান ওই শিল্পী বলে খবর মেলে। কিন্তু শিল্পী দেবাশীষ দত্তের স্কুটি ও ব্যাগ মিললেও শিল্পী দেবাশীষ দত্তের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। তবে পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের তরফে নিখোঁজ শিল্পীর সন্ধানে জোর তল্লাশি শুরু হয়। অবশেষে শনিবার অন্ডাল থানা এলাকার দামোদর রায় মানা থেকে তার সন্ধান মেলে। শিল্পীর পরিবারের লোকজনেদের তরফে ওই মৃতদেহ সনাক্ত করা হয়। পাশাপাশি এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।