‘ বাংলা মোদের গর্ব ‘ শীর্ষক অনুষ্ঠানের সূচনা শহরে
অঙ্কিতা চট্টোপাধ্যায়, সংবাদ সফর আসানসোল: মহাসমারোহে ‘ বাংলা মোদের গর্ব ‘ অনুষ্ঠানের সূচনা হল শহরে। রবিবার আসানসোল পোলো গ্রাউন্ডে এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলাশাসক এস পোন্নামবালাম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, তথ্য ও সংস্কৃতি জেলা উপ অধিকর্তা সমাপ্তি দত্ত, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ প্রশাসনের কর্তাব্যক্তি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তিনদিনের এই অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, বাউল, পল্লীগীতি, কীর্তন, শ্যামাসংগীত, ভাটিয়ালি, ভাওয়াইয়া সহ সংগীতের পসরা নিয়ে উপস্থিত থাকবেন কলকাতার নামিদামি শিল্পীরা। পাশাপাশি স্থানীয় ও লোক প্রসার প্রকল্পের শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। এসবের পাশাপাশি শীতল পাটি, ঢাকাই জামদানি, মাটির পুতুল, কাঁথা স্টিচ সহ বাংলার হস্তশিল্প ও রাজ্যের ত্রিশটি উন্নয়ন প্রকল্প নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে এই অনুষ্ঠানে। হস্তশিল্প সহ বিশ্বে সমাদৃত বাংলার প্রসিদ্ধ শিল্প সংস্কৃতির প্রসারের লক্ষ্যেই এই আয়োজন বলে জানান রাজ্যের আইন ও বিচারবিভাগের মন্ত্রী মলয় ঘটক।