নেতার জন্মদিন পালন থানায়! কটাক্ষ শুভেন্দুর

সংবাদ সফর, আসানসোল: তৃণমূল নেতার জন্মদিন পালন হচ্ছে থানায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বারাবনি থানার ওই ছবির প্রসঙ্গ উঠল শুভেন্দুর বক্তব্যে। বারাবনির নুনি মোড় ত্রিনয়নী কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ব্লক তৃণমূল সভাপতির জন্মদিন পালন হয় বারাবনি থানায়।ওসি ব্লক সভাপতিকে কেক মিষ্টি খাওয়ান। এদিন উদ্বোধন শেষে তার বক্তব্যে শুভেন্দু অধিকারী আরও বলেন, বারাবনিতে ছোট ছোট অনেক মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু বারাবনির আসল নেতা হিসেবে প্রয়াত মানিক উপাধ্যায়ের নাম স্মরণ করেন তিনি। সেক্ষেত্রে এই এলাকার বর্তমান শাসক নেতৃত্বকে তোলাবাজ বলে অভিহিত করেন বিরোধী দলনেতা। তবে ওই ছবি প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ বলেন, সব মিথ্যা অভিযোগ। তার জন্মদিন অনেক জায়গায় পালন করা হয়েছে। তবে থানায় কোনও জন্মদিন পালন করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও ওই ছবিকে ঘিরে রাজনৈতিক আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতাও এসব নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্লক তৃণমূল সভাপতিকে খাইয়ে দিচ্ছেন। যদিও পত্রিকার তরফে ভাইরাল ছবি সত্যতা যাচাই করা হয়নি। তবে সত্যি মিথ্যা যাই হোক না কেন- আপাতত এসব নিয়ে জমজমাট বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।