জেলা

ফের কয়লা পাচার মামলার চার্জ গঠন প্রক্রিয়া পেছোল আদালতে

সংবাদ সফর, আসানসোল: ফের পেছোল কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে সব মিলিয়ে দু’ঘন্টা মতো শুনানি হয়। সিবিআই-এর তরফে ধারা প্রয়োগ নিয়ে আপত্তি তোলেন অভিযুক্তদের আইনজীবীরা। তাতেই পিছিয়ে যায় চার্জ গঠনের প্রক্রিয়া। সকালে শুরুতেই সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান । সিবিআইয়ের আইনজীবীর কাছে অভিযুক্তদের ধারার বিষয়ে জানতে চান বিচারক রাজেশ চক্রবর্তী। উত্তরে সিবিআই আইনজীবী রাকেশ কুমার বলেন, সরকারি কর্মী হিসেবে ইসিএলের ১২ জন, বিভিন্ন কোম্পানির ১০ ও ব্যক্তিগতভাবে ২৭ জনের বিরুদ্ধে মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে । সেই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা । এসবের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার ১৮ নভেম্বর তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেন । সেই শুনানির পরেই কয়লা পাচার মামলায় চার্জ গঠনের অন্য একটা দিন ঠিক করা হবে বলে মনে করছেন আইনজীবী মহল। বলাই বাহুল্য, এই মামলায় মোট ৫০ জন অভিযুক্ত রয়েছেন । এর মধ্যে বিনয় মিশ্র এখনও ফেরার । অভিযুক্তদের মধ্যে একজন মারা গিয়েছেন । সেক্ষেত্রে ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে।
এদিন সেই ৪৮ জনের মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন। বিভিন্ন কারণে দুজন অনুপস্থিত ছিলেন আদালতে। আদালত সূত্রে জানা গিয়েছে, লালা ওরফে অনুপ মাজির বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে। এছাড়াও সেই তালিকায় আছেন রত্নেশ্বর ভার্মা ও বিকাশ মিশ্র। অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, অভিযুক্তদের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি রয়েছে তাদের। আগামী সোমবার বক্তব্যের সমর্থনে যুক্তি পেশ করবেন বলে জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button