শিল্পাঞ্চল

বর্জ্য বহনকারী গাড়ির ধাক্কায় জখম বৃদ্ধ

সংবাদ সফর, দুর্গাপুর: বেপরোয়া বর্জ্যবহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। এই অভিযোগে চরম উত্তেজনা ছড়ায় বিধাননগরের দুর্গাপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নিউ টাউনশিপ থানার পুলিশ। বিরোধীদের অভিযোগ, গাড়ির ফিটনেস সহ চালকের প্রশিক্ষণ না থাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, বুধবার সকালে নগর নিগমের একটি বর্জ্য বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধকে ধাক্কা মারে। এ ঘটনায় জখম গঙ্গাধর বেইজ (৮৭)-কে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পরেই এলাকার ছেড়ে পালিয়ে যায় ওই গাড়িটি। কিন্তু চালক সহ নগর নিগমের অন্য গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন। এ ব্যাপারে বিক্ষোভকারী রজত বিশ্বাসদের বক্তব্য, বেপরোয়া গতিতে এইসব বর্জ্য বহনকারী গাড়িগুলি রাস্তায় চলাচল করে। রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। সেক্ষেত্রে ওইসব গাড়ির গতি নিয়ন্ত্রণ সহ সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থার দাবিতে তারা অবরোধে নামেন। তবে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান তিনি ।

এ ব্যাপারে নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, গাড়ির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলা হবে। একইসঙ্গে একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারির ব্যবস্থা বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। তবে ঘটনা পরিপ্রেক্ষিতে বিরোধী বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেই। চালকের যথাযথ প্রশিক্ষণেরও ব্যবস্থা নেই। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে। পরিস্থিতি না শোধরালে আগামীদিনে পথে নামার হুমকিও দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button