জেলা

অবশেষে উদ্ধার অন্ডালের নাবালিকা, অপহরণের অভিযোগে ধৃত এক

সংবাদ সফর, দুর্গাপুর: অবশেষে উদ্ধার হল অন্ডালের অপহৃতা নাবালিকা। কানপুর থেকে তাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণের অভিযোগে একজনকে পাকড়াও করেছে পুলিশ। তাকে আদালতে পেশ করার পথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এ ঘটনায় এক মহিলা বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। উল্লেখ্য, গত ৯ নভেম্বর অন্ডাল মোড় লাগোয়া উত্তর রোড এলাকা থেকে ১৩ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলেনি। পরের দিন অর্থাৎ ১০ নভেম্বর অন্ডাল থানায় একটি মিসিং ডায়েরি করা হয় ওই নাবালিকার পরিবারের তরফে। তবে ওই মেয়েটি নিখোঁজের পরেই পাশের আবাসনের দুই ভাড়াটিয়াও উধাও হয়ে যান। তারাই নাবালিকা অপহরণ কাণ্ডে যুক্ত বলে সন্দেহ প্রকাশ করেন পরিবারের লোকজনেরা। অবিলম্বে নাবালিকাকে উদ্ধারের দাবিতে থানায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী সমর্থকেরা। একইসঙ্গে উধাও দুই ভাড়াটিয়ার বাড়িতে তল্লাশির দাবিও জানান তারা। তালা ভেঙে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

এদিকে, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই নাবালিকার সন্ধানে উত্তরপ্রদেশের কানপুরে পাড়ি দেয় অন্ডাল থানার পুলিশ। সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি এ ঘটনায় যুক্ত সন্দেহে আফসার শেখ নামে এক যুবককেও পাকড়াও করে পুলিশ। বৃহস্পতিবার ওই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় অন্ডাল থানা চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। এ ঘটনায় এক মহিলা কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপি নেতা রবীন্দ্রনাথ রাইয়ের। এসব নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব। এ ব্যাপারে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, বাংলায় সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রয়েছে। তাই অপরাধীরা ধরা পড়ছে। তা সত্ত্বেও অযথা অশান্তি করছে বিজেপি। সেক্ষেত্রে কাজে বাধা দিলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button