জেলা
সীমান্তে আলুবোঝাই গাড়ি রুখতে তৎপর পুলিশ
সংবাদ সফর, আসানসোল: ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। মুখ্যমন্ত্রীর তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বাংলা ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোষ্টে কড়া নজরদারি চলছে পুলিশের। বুধবার রাত থেকেই ১৯ নং জাতীয় সড়কের চেকপোষ্টে জোড় তল্লাশি চালানো হচ্ছে। ট্রাফিক গার্ড সহ কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশের তরফে কাগজপত্র পরীক্ষার পাশাপাশি আলু বোঝাই গাড়ি নজরে এলেই তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এক কথায়, আলু বোঝাই গাড়ি যাতে ভিন রাজ্যে পাড়ি দিতে না পারে, সে বিষয়ে সতর্ক পুলিশ প্রশাসন।