জেলা
প্রতিবাদ মিছিল হিন্দু জাগরণ মঞ্চের
সংবাদ সফর, আসানসোল: বাংলাদেশে হিন্দু নির্যাতন চরমে উঠেছে। একইসঙ্গে সেদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস সহ একাধিক হিন্দুকে গ্রেফতার করা হয়েছে। এসবের প্রতিবাদে সোচ্চার হল হিন্দু জাগরণ মঞ্চ। শনিবার সংগঠনের তরফে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় থেকে চিত্রা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। খোল করতাল সহযোগে প্রতিবাদীদের কীর্তনে মুখরিত হয় শহর। এই মিছিলে বিধায়ক অগ্নিমিত্রা পাল, জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব অংশ নেন। অবিলম্বে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ সনাতনী হিন্দুদের মুক্তি সহ তাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে সরব হন অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা।