যাত্রা উৎসবের সূচনা হল উখরাতে
সংবাদ সফর, উখরা: শুধু উৎসব, আনন্দ নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের প্রমাণ দিল যাত্রা উৎসব কমিটি। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের জন্য উখরা সার্কাস মাঠে দুদিনের যাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার উৎসবের সূচনা পর্বে স্থানীয় পঞ্চায়েত প্রধান মিনা কোলের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের জন্য একটি চেক তুলে দেন কমিটির সভাপতি অনুরনলাল সিং হান্ডে। দু’দিনব্যাপী এই যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখরা পঞ্চায়েতের উপপ্রধান শরণ সাইগল সহ বিশিষ্টজনেরা। এই উৎসবের সমাপ্তি হবে শনিবার। উল্লেখ্য, শীতের প্রাক পর্বে উৎসব আনন্দে মেতে ওঠেন মানুষজন। তবে উৎসব আনন্দের মাঝেই সামাজিক দায়বদ্ধতা পালনের তাগিদ অনুভব করেছেন উখরা যাত্রা উৎসব কমিটি। তারই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয় বলে জানানো হয়েছে উৎসব কমিটির তরফে।