দুর্গাপুর উৎসবের সূচনা হল শিল্পাঞ্চলে
সংবাদ সফর, দুর্গাপুর: দুর্গাপুর উৎসবের সূচনা হল মহাসমারোহে। শুক্রবার চিত্রালয় মেলা ময়দানে ১০ দিন ব্যাপী উৎসবের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, জেলাশাসক এস পোন্নামবালাম, উৎসব কমিটির সভাপতি ডাঃ সত্যজিৎ বোস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা বিশিষ্ট ব্যবসায়ী চন্দন দত্ত, দুর্গাপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি, প্রশাসনের কর্তাব্যক্তি সহ বিশিষ্টজনেরা। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মন্ত্রী সহ মঞ্চের বিশিষ্টজনেরা এ বছরের দুর্গাপুর উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সহ সংস্কৃতি সমৃদ্ধ দুর্গাপুরে এই উৎসবের প্রাসঙ্গিকতার গুরুত্ব ব্যাখ্যা করেন মন্ত্রী সহ বিভিন্ন বক্তারা। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী প্রদীপ মজুমদারদের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপুর উৎসবের পথ চলা শুরু হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপুর চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় শুক্রবার এই উৎসবের সূচনা করা হয়। শুক্রবার উৎসবের প্রথম দিনে বাংলার বিখ্যাত ‘দোহার’ শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আগামী ১০ দিন ব্যাপী এই অনুষ্ঠানে স্থানীয় কলাকুশলীদের পাশাপাশি বিখ্যাত সংগীতশিল্পী হরি হরণ, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, ইমন, রূপম ইসলামদের মতো রাজ্য তথা দেশের বিশিষ্ট শিল্পীরা তাদের সংগীতের পসরা নিয়ে হাজির হবেন এই উৎসব মঞ্চে। শুক্রবার উৎসবের সূচনা পর্বে শিল্পাঞ্চলের মানুষজনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।