কল্পতরু উৎসবের খুঁটিপুজো সম্পন্ন হল শিল্পাঞ্চলে
সংবাদসফর, দুর্গাপুর: প্রতিবছরের মতো এবারও কল্পতরু উৎসব ও দুর্গাপুর সাংস্কৃতিক মেলার তোড়জোড় শুরু হয়েছে। তারই লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের গ্যামনের মাঠে খুঁটিপুজো সম্পন্ন হয় মহাসমারোহে। মাধ্যমে সূচনা হলো কল্পতরু উৎসবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা, মেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসু ঠাকুর সহ অন্যান্য সদস্যরা। এদিন খুঁটিপূজো ঘিরে সাধারণ মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কল্পত কল্পতরু উৎসবের খুঁটিপুজো উপলক্ষে অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, প্রতি বছরের মতো এবারও কল্পতরু উৎসব ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজনের সমাগম হবে এই মেলায় বলে জানান তিনি। তবে শুধু আমোদ প্রমোদ নয়, সমাজ সংস্কৃতির উন্নয়নে এই মেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলা থেকে উপার্জিত অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠানোর পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নে ব্যয় করা হয় বলে জানান দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।