শিল্পাঞ্চল

নার্সিংহোম মালিকের স্ত্রীর রহস্য মৃত্যু, আটক স্বামী

সংবাদ সফর, দুর্গাপুর: নার্সিংহোম মালিকের স্ত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে। ব্রিতা মৃতা রিঙ্কি শিকদারের মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে নিউ টাউনশিপ থানায় মৃতার বাবা সংশ্লিষ্ট নিউ টাউনশিপ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ বছর আগে বুদবুদের রিঙ্কির সঙ্গে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় এলাকার আড়া কালীগঞ্জের রণবীর শিকদারের সঙ্গে বিয়ে হয়। বিধান নগর এলাকায় রণবীর শিকদারের একটি নার্সিংহোম রয়েছে। শুক্রবার ছেলের জন্মদিন উপলক্ষে কালীগঞ্জের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। পরে রিঙ্কি শিকদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতার বাবার অভিযোগ, প্রায়শই স্বামী-স্ত্রীর অশান্তি লেগে থাকত। অকারনে তার মেয়ের রিঙ্কিকে সন্দেহ করত জামাই অর্থাৎ রণবীর শিকদার বলে অভিযোগ মৃতার আত্মীয়ের। এ ব্যাপারে সংশ্লিষ্ট নিউ টাউনশিপ থানায় একটি অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। ঘটনার পরিপ্রেক্ষিতে রিঙ্কি শিকদারের স্বামী রণবীর শিকদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button