সারমেয় শিশুদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র! নিন্দার ঝড় শিল্পাঞ্চলে
সংবাদ সফর, দুর্গাপুর: চোখ ফোটেনি এখনও। পৃথিবীর আলো দেখেনি তারা। সেই নিষ্পাপ সারমেয় শিশুদের পুড়িয়ে মারার নারকীয়, নিষ্ঠুর ষড়যন্ত্রের সাক্ষী রইল শিল্পাঞ্চল। দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক রোডের এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে তিলক রোডের ৩০ নম্বর স্ট্রীটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেখানে গিয়ে দেখেন ছটি কুকুরছানা পরিত্রাহি চিৎকার সহ আগুনে ছটফট করছে। তড়িঘড়ি ওই ছানাগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসেন তারা। কিন্তু ততক্ষণে একটি ছানার মৃত্যু হয়েছে। বাকি পাঁচটি ছানাও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। খবর পেয়ে শুক্রবার রাতেই স্থানীয় একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। আহত কুকুর ছানাগুলির সেবাশুশ্রষা শুরু করেন তারা। শনিবার সকালে এ খবর জানাজানি হতেই রীতিমতো আলোড়ন শুরু হয়ে যায় এলাকায়। পরিকল্পিতভাবে ওই সারমেয় শিশুদের পুড়িয়ে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায়ের। তার কথায়, ওই ডাস্টবিনে বই, খাতা, শাড়ি ঢেকে আগুন ধরানো হয়েছিল। পোড়া গন্ধ ঢাকতে পাশে ফাটা নুনের প্যাকেটও রাখা হয় বলে অভিযোগ অপর্নাদেবীর। সেক্ষেত্রে নির্মম, নৃশংস এই ঘটনার তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। একই দাবি করেছেন পশুপ্রেমী অনিন্দিতা সরকাররাও।