জেলা
জল নেই মন্দিরে, প্রতিবাদে পথ অবরোধ
সংবাদ সফর, আসানসোল: টানা ৭ দিন জল সরবরাহ বন্ধ মন্দিরে। সোমবার তারই প্রতিবাদে পথ অবরোধে শামিল হন কল্যাণেশ্বরী মন্দিরের পুরোহিত সহ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এদিন সকালে দেন্দুয়া বরাকর রাস্তা অবরোধ করেন তারা। অবরোধকারীদের অভিযোগ, গত সাতদিন ধরে পানীয় জল মিলছে না মন্দিরে। ফলে মন্দিরের ভোগ রান্না করা, বাসনপত্র ধোয়া যাচ্ছে না। এমনকি মন্দিরে আগত ভক্তদেরও সমস্যায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরে বারবার জানানো সত্বেও কাজের কাজ কিছু হয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বিক্ষোভ অবরোধে নেমেছেন বলে জানান তারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় চৌরঙ্গী ও কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। প্রায় আধঘন্টা অবরোধ চলার পর সমস্যার সমাধানে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।