জলের ট্যাঙ্কের ফাটলে সমস্যা বাড়ছে এলাকায়
সংবাদ সফর, কাঁকসা: জলের ট্যাঙ্ক ফেটে গিয়েছে। একইসঙ্গে ওভার ফ্লো পাইপ দিয়ে ক্রমাগত জল রাস্তায় গিয়ে পড়ছে। সব মিলিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। বিষয়টি সংশ্লিষ্ট কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে জানানো সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এমনই অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। তাদের বক্তব্য, সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে এই ট্যাঙ্কে জল ভরা হয়। কিন্তু ট্যাঙ্কের ফাটলের পাশাপাশি ওভার ফ্লো পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সন্ধ্যের পর জল থাকছে না ট্যাঙ্কে বলে অভিযোগ করেছেন তারা। একইসঙ্গে দ্রুত ট্যাঙ্ক মেরামতির দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, গত আর্থিক বছরের এপ্রিল মাসের শেষের দিকে এই সৌর বিদ্যুৎ চালিত জলের ট্যাঙ্কের কাজ শেষ হয়। কিন্তু ওই জলের ট্যাঙ্কটি ফেটে যাওয়ায় গত ১৫ দিন ধরে সমস্যা বাড়ছে এলাকায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান বা উপ-প্রধানের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে সাধারণ মানুষজনের স্বার্থে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়।