জেলা
জলের দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা
সংবাদ সফর, আসানসোল: জলের সমস্যায় জেরবার হচ্ছেন গ্রামবাসীরা। এই অভিযোগে মঙ্গলবার আসানসোলের কুলটি ইসকো কারখানার সেল গ্রোথ ওয়াকর্স গেটের সামনে বিক্ষোভ দেখান আসানসোল পুর নিগমের ৬৪ নম্বর ওয়ার্ডের শিমুল গ্রামের মানুষজন। তাদের বক্তব্য, দীর্ঘ কয়েক দিন ধরে তারা জল পাচ্ছেন না। ফলে বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন। সেক্ষেত্রে অবিলম্বে জল সমস্যার সমাধানের দাবিতে পথে নেমেছেন বলে জানান গ্রামবাসীরা। এদিন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এক প্রস্থ আলোচনা করেন তারা। গ্রামবাসীরা জানান, ডিভিসির তরফে পর্যাপ্ত জল না মেলায় এ ধরনের সমস্যা হচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য। আপাতত সমস্যা সমাধানে মেয়রের হস্তক্ষে প্রার্থনা করেছেন শিমুল গ্রামের বাসিন্দারা। এ ব্যাপারে সরাসরি কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।