শিল্পাঞ্চল
মন্ত্রীর তৎপরতায় আলোকিত হল খেলার মাঠ
সংবাদ সফর, দুর্গাপুর: অবশেষে মন্ত্রীর তৎপরতায় আলো এলো খেলার মাঠে। মলান দিঘি হাটতলা সংলগ্ন এই মাঠের পাশে আই মাস্ট লাইটের ব্যবস্থা করা হয়। কিন্তু সুদীর্ঘ বাতিস্তম্ভ থাকলেও তা আলোহীন অবস্থায় পড়েছিল। শেষমেষ রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়কের তৎপরতায় সেখানে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়। আর তাতেই খুশি মলানদিঘীর মানুষজন। সেক্ষেত্রে মন্ত্রী তৎপরতার পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রশংসা করেছেন তারা ।