পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
সংবাদ সফর, দুর্গাপুর: খুন না আত্মহত্যা? পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে। অন্যদিকে, ঠিকাদারের বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁকসা ক্যানালপার এলাকায়। বুধবার সংশ্লিষ্ট কাঁকসা থানার দারস্ত হয়েছেন শ্রমিকের পরিবার-পরিজনেরা। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর পরে ক্যানালপারের বাসিন্দা সতীশ মন্ডল (৩২) ঠিকাদার রবি সরকারের অধীনে রাজমিস্ত্রির কাজে বেঙ্গালুরু যান। হঠাৎই তার মৃত্যু সংবাদে রীতিমতো হতচকিত হয়ে যান মৃতের পরিবারের সদস্যরা। এ ব্যাপারে সতীশের স্ত্রী জ্যোৎস্না মন্ডল জ্যোৎস্না মন্ডল ও দাদার শম্ভুনাথ মন্ডলের অভিযোগ, কাঁকসা থানার ক্যানালপারের বাসিন্দা। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী জ্যোৎস্না মন্ডলের অভিযোগ, গত রবিবার সতীশের সঙ্গে শেষ কথা হয় ফোনে। সে ঝামেলা করছে বলে জানানো হয় তাদের। কিন্তু সোমবার ওই ঠিকাদার রবি সরকার সতীশের মৃত্যু সংবাদ দেয় এলাকার একজনের ফোনে। বুধবার বিকেলে ঠিকাদার রবি সরকার ফোন করে তাদের হুমকি দেয় বলেও অভিযোগ। পরিবারের লোকজনরা আরও বলেন, রবি সরকারের কাছে অনেকদিন থেকেই টাকা পেতেন সতীশ মন্ডল। সে কারণেই তাকে খুন করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা। এমনকি পুলিশকে জানালেও তাকে কেউ কিছু করতে পারবে না বলেও ওই ঠিকাদার হুমকি দেন বলে জানান সতীশের স্ত্রী সহ অন্যান্যরা। সেক্ষেত্রে একান্তই অসহায় অবস্থায় সংশ্লিষ্ট কাঁকসা থানার দ্বারস্থ হয়েছেন বলে জানান তারা। তবে অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।