শিল্পাঞ্চল
মদ্যপ পুলকার চালককে পাকড়াও করল পুলিশ
সংবাদ সফর, দুর্গাপুর: মদ্যপ পুলকার চালককে পাকড়াও করল পুলিশ। ধৃত পুলকার চালক শিবশংকর টুডু বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়া ভর্তি পুলকার প্রচন্ড গতিতে ছুটছিল রাস্তায়। গাড়িটির গতিপ্রকৃতি দেখে সন্দেহ হয় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। কোক ওভেন থানার সুভাষপল্লী যাওয়ার পথে এসবি মোড়ে ওই পুলকারটিকে আটকানো হয়। ব্রেথ অ্যানালিসিস যন্ত্রের সাহায্যে পুলকার চালক মদ্যপ অবস্থায় রয়েছেন বলে জানা যায়। এরপরেই ওই চালককে পাকড়াও করে পুলিশ। একইসঙ্গে পুলকারের পড়ুয়াদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন ট্রাফিক বিভাগের কর্তব্যরত পুলিশকর্মীরা।