গাছ কেটে পাচারের অভিযোগে আইনি নোটিশ
সংবাদ সফর, কাঁকসা: নির্বিচারে গাছ কেটে ফেলা হল। তা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে নোটিশ ধরাল বনদপ্তর। ঘটনা সূত্রে খবর মিলেছে, পানাগড় বন বিভাগের অন্তর্গত আদুরিয়া বিট এলাকায় জহিরউদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি একশোর বেশি গাছ কেটে ফেলেছেন। নিজের জমিতে কাটা শালগাছের গুড়িগুলি অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন তিনি। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কাটা গাছগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে আইনি নোটিশ ধরানো হয় সংশ্লিষ্ট প্রশাসনের তরফে। এ ব্যাপারে পানাগড় বনাঞ্চলের আধিকারিক প্রণব কুমার দাস জানান, জহিরউদ্দিন মোল্লা নামের ওই ব্যক্তি নিজের জমির গাছগুলি কেটেছেন। জমি নিজের হলেও গাছ কাটার ব্যাপারে আইনি বিধি নিষেধ রয়েছে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই বনকর্তা। তবে আগাম সতর্কতা নিয়ে সংশ্লিষ্ট বনদপ্তরের কাজকর্মে প্রশ্ন উঠেছে জনমানসে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।