ঋণের দায়ে বাড়ি সিল তৃণমূল কাউন্সিলরের
সংবাদ সফর, আসানসোল: ঋণের দায়ে সিল করা হল তৃণমূল কাউন্সিলরের বসতবাড়ি। আদালতের নির্দেশে শুক্রবার আসানসোল পুর নিগমের ৬৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আখতার আনসারির কুলটি পাতিয়ানা মহল্লা এলাকার বাড়িটি সিল করে দেন বেসরকারি গৃহঋণ প্রদানকারী সংস্থার আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন কুলটি থানার পুলিশ সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।এই বিষয়ে সংস্থার আধিকারিক তারক সামন্ত বলেন, সেলিম আখতার আনসারি ও শামিম আখতার আনসারি ২০১৮ সালে ১৯লক্ষ টাকা ঋণ নেন। কিন্তু গত দুবছর ধরে তাদের তরফে কিস্তির টাকা জমা দেওয়া হয়নি। সেক্ষেত্রে সুদেমূলে বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লক্ষ টাকা। বারবার নোটিশ করা সত্ত্বেও তাদের তরফে কোন সদুত্তর মেলেনি। তারই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ওই বাড়িটি সিল করা হয়েছে বলে জানান তিনি।
যদিও এ বিষয়ে কাউন্সিলর সেলিম আখতার আনসারির ভাই শামিম আখতার আনসারির বক্তব্য, এই দিনের বিষয়ে তার কিছু জানা নেই। গত দেড় মাস ধরে তার দাদা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তার সন্ধান বা হদিস তারা জানেন না বলে দাবি করেছেন ওই কাউন্সিলারের ভাই শামিমসাহেব। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ঋণদানকারী সংস্থার কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। কিন্তু এখন তাতে কাজের কাজ কিছু হবে না বলে সাফ জানিয়ে দেন ওই বেসরকারি হাউসিং ফাইনান্স কোম্পানির আধিকারিকরা। তবে এ ব্যাপারে ওই তৃণমূল কাউন্সিলর সেলিম আখতার আনসারির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।