জমি দিক রাজ্য-বাড়ি দেবে কেন্দ্র, উচ্ছেদ প্রসঙ্গে মত বিধায়কের
সংবাদ সফর, দুর্গাপুর: আগে বাড়ি, পরে উচ্ছেদ। রবিবার এমনটাই জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। সেক্ষেত্রে রেলের সম্প্রসারণের কাজে কাউকে উচ্ছেদ করা হলে রাজ্য জমির ব্যবস্থা করুক। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক। এদিন, দুর্গাপুর নগর নিগমের ৩০ নং ওয়ার্ডের আম্বেদকর কলোনিতে রেলের অধিকৃত জমি চিহ্নিতকরণের লক্ষ্যে নোটিশ দেওয়া হয়। ফলে উচ্ছেদের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এ ধরনের নোটিশের খবর পেয়ে এলাকায় পৌঁছান বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এলাকার মানুষজনের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রাজ্যের তরফে তাদের পুনর্বাসনের জন্যে জমির দাবিতে সরব হন বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব। তবে বিধায়কের দাবিকে কটাক্ষ করে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল জানান, উচ্ছেদ করবে কেন্দ্র।পুনর্বাসনের জন্য রাজ্যকে জমির ব্যবস্থা করার দাবিকে কটাক্ষ করেন তিনি। আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ- এই নীতিতে বিশ্বাসী রাজ্য সরকার। সেক্ষেত্রে রেলের জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষজনের যথাযথ পুনর্বাসন করে তবেই উচ্ছেদ করতে হবে বলে জোরালো দাবি তোলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল।