বাংলার বাড়ি প্রকল্প রুপায়নের খুশিতে মিছিল তৃণমূলের
সংবাদ সফর, দুর্গাপুর: বাংলার বাড়ি প্রকল্পের রূপায়নে প্রথম কিস্তির টাকা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে আবাস যোজনার বাড়ি তৈরি করতে ১লক্ষ ২০ হাজার টাকা প্রদান করার প্রক্রিয়া শুরু হতেই রাজ্য জুড়ে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। তারই লক্ষ্যে রবিবার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাতে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত মিছিলটি রাজবাঁধ স্টেশন থেকে শুরু হয়ে গোপালপুর পরিক্রমা শেষে কাঁকসার আড়া এলাকায় শেষ হয়। এদিন, ব্লক তৃণমূল সভাপতি নবকুমার সামন্তের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন তৃণমূল নেতা প্রভাত চট্টপাধ্যায়,ছাত্র নেতা রাজেশ কোনার,যুব নেতা কুলদীপ সরকার,জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,মহিলা তৃণমূল কংগ্রেসে সভানেত্রী দেবযানী মিত্র সহ ব্লকের তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। গোপালপুরে এই মিছিলে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এদিন, দেশের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের অভিযোগে সরব হন দলের নেতৃবৃন্দ।