অবৈধ সেতু ভাঙল প্রশাসন

সংবাদ সফর, আসানসোল: অবৈধ সেতু ভাঙল প্রশাসন। সোমবার বারাবনি ব্লক প্রশাসন সহ সংশ্লিষ্ট থানার পুলিশের তরফে অজয় নদের উপর পাথর দিয়ে তৈরি ওই সেতু ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়ের ওপর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খন্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য এই সেতু তৈরি করা হয়েছিল। এদিন জেসিপি লাগিয়ে পুলিশ তা ভেঙে দেয়। এ ব্যাপারে ব্লক প্রশাসনের বক্তব্য, অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, এই অস্থায়ী সেতু ভেঙে ফেলা প্রসঙ্গে সীমান্তে বসবাসকারী মানুষজনের বক্তব্য, গ্রামের মানুষজন তাদের যাতায়াতের সুবিধার্থে এই সেতু তৈরি করেছিলেন। হাসপাতাল সহ বাজারে আসা-যাওয়ার জন্য এই রাস্তায় সেতু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেক্ষেত্রে সেতুটি ভেঙে ফেলায় কিছুটা হতাশা প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে রুনাকুড়া ঘাটের মতো স্থায়ী সেতুর নির্মাণের আবেদন জানিয়েছেন তারা।মানুষজনের বক্তব্য