জেলা
স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা

সংবাদ সফর, আসানসোল: ফের স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভে আন্দোলনে নামেন গ্রামবাসীরা। এর আগেও আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চীনাকুড়ি ২ ও ৩ নম্বর কোলিয়ারিতে স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন হয়েছে। শুক্রবার ফের কোলিয়ারি অফিসের সামনে বিক্ষোভে নামেন তারা। আশপাশের গ্রামবাসীদের বক্তব্য, স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করে কয়লা উত্তোলনে নিযুক্ত বেসরকারি সংস্থা বহিরাগত শ্রমিক নিয়ে কাজ চালাচ্ছেন। সেক্ষেত্রে স্থানীয় বেকারদের নিয়োগ করতে হবে বলে সরব হন গ্রামবাসীরা। এদিন, সোদপুর এরিয়া অফিসে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় গ্রাম কমিটির তরফে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট খনি প্রশাসন বা বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।