জাতীয় ভোটার দিবস পালন প্রশাসনের

সংবাদ সফর, আসানসোল: প্রশাসনের তরফে পালিত হল জাতীয় ভোটার দিবস।শনিবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কনফারেন্স হলে দেশের ৭৫ তম ভোটার দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভোটার তালিকা সংশ্লিষ্ট বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালনে আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও দুর্গাপুরের মহকুমাশাসক, সৌরভ চট্টোপাধ্যায়, কৌশিক মুখোপাধ্যায় সহ ৩ জন বিইপিএ ও ৯ জন বিএলওকে সম্মান জ্ঞাপন করে জেলা প্রশাসন। একইসঙ্গে অনুষ্ঠানে প্রবন্ধ, বিতর্ক, স্লোগান, কুইজ সহ অঙ্কন প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। শনিবার আড্ডার কনফারেন্স হলে এই অনুষ্ঠানে ৯ জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দেন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সুহাসিনী ই। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় এবার ৭,৭৫৬ জন ভোটার বেড়েছে। সেক্ষেত্রে জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ২৩ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন।