শিল্পাঞ্চল
গাড়ির নম্বর বদলের অভিযোগে ধৃত তিন

সংবাদ সফর, দুর্গাপুর: বেআইনিভাবে গাড়ির নম্বর বদলের অভিযোগে তিনজনকে পাকড়াও করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পানাগড় বাজারের বাইপাস সংলগ্ন এলাকায় হানা দেয় কাঁকসা থানার পুলিশ। তখন সেখানে একটি লরির নম্বর বদলানোর কাজ চলছিল। সে সময় হাতেনাতে পানাগড়ের বাসিন্দা সোনু জয়সওয়াল,অঙ্গদ জয়সওয়াল,ও গৌতম কুমারকে নামের তিনজনকে পাকড়াও করে পুলিশ। শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, ওই লরিটি বিহার থেকে আনা হয়েছিল। এ ঘটনায় অন্যান্যদের সন্ধানে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।